ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আধঘণ্টার ঝড়ের তাণ্ডবে নিহত ৭

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আধঘণ্টার ঝড়ের তাণ্ডবে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, রংপুর : আধা ঘণ্টার কালবৈশাখীর তাণ্ডবে নীলফামারীতে সাতজন প্রাণ হারিয়েছে। গাছ ও ঘরচাপায় এসব মানুষ মারা যায়।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে জেলার তিন উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। নিহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

কালবৈশাখীর ঝড়ে ডোমার উপজেলার ভোগডাবুড়ি, আমবাড়ী, গোমনাতি, বামুনিয়া, ডিমলা উপজেলার বালাপাড়া, ডিমলা সদর, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, জলঢাকা উপজেলার ধর্মপাল, মীরগঞ্জহাট, শিমুলবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে ওই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিহতরা হলেন- ডোমার উপজেলার ভোগডাবুড়ি গ্রামের খোদেজা বেগম (৫০), মৌজা গোমনাতীর আব্দুল গনি (৪০), খানপাড়ার জমিরুল ইসলাম (১২), আফিজার রহমান (৪০), জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি এলাকার আশিকুর রহমান (২২), ধর্মপাল খুচিমাদা এলাকার সুমাইয়া আক্তার (২৭) ও তার তিন মাসের কন্যাশিশু পরীমনি।

ক্ষতিগ্রস্ত এলাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা পরির্দশন করেছেন।



রাইজিংবিডি/রংপুর/১১ মে ২০১৮/নজরুল মৃধা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ