ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটনে বিভিন্ন পদে নিয়োগ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনে বিভিন্ন পদে নিয়োগ

দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, অটোমোবাইলস, কমিউনিকেশন ও প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’ নিম্নলিখিত পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে।

ক) পদের নাম : ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ওয়ালটন প্লাজা ট্রেড)

পদ সংখ্যা : ১০

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা : সেলস এবং মার্কেটিংয়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা। এ ছাড়া বিজনেস ডেভেলপমেন্ট, করপোরেট মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

খ) পদের নাম : এরিয়া ম্যানেজার

পদ সংখ্যা :

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর। প্রার্থীকে মার্কেটিং, ইলেকট্রনিক যন্ত্রাংশ অথবা হোম অ্যাপ্লাইন্স-এর ব্যাপারে অভিজ্ঞ হতে হবে।

গ) পদের নাম : ক্রেডিট মনিটরিং অফিসার

পদ সংখ্যা :

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম/বিবিএ ডিগ্রি।

অভিজ্ঞতা : সেলস এবং মার্কেটিংয়ে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ক্রেডিট মনিটরিংয়ের ওপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণ : পূর্ণকালীন।

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে।

বেতন : আলোচনা সাপেক্ষ

বয়স : (খ)-এর ক্ষেত্রে ২৫-৩০ বছর এবং (গ)-এর ক্ষেত্রে ২৫-২৮ বছর।

অন্যান্য সুবিধাদি : প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আবেদনের সময়সীমা : উপরে উল্লেখিত পদসমূহে আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি, ২০১৮।

আবেদন পদ্ধতি : যোগ্য ও আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সঙ্গে কভার লেটার ও সদ্যতোলা এক কপি ছবি যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে:

ঠিকানা : অ্যাডিশনাল ডিরেক্টর (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট) অব ওয়ালটন প্লাজা(ট্রেড), প্লট নং : ১০৮৮, ব্লক: আই, রোড: ৫ম অ্যাভেনিউ বসুন্ধরা, ভাটারা, ঢাকা-১২২৯।

অনুগ্রহপূর্বক কভার লেটার ও খামের উপর পদের নাম উল্লেখ করবেন



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়