ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কত আয় করল ‘পিএম নরেন্দ্র মোদি’?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল ‘পিএম নরেন্দ্র মোদি’?

পিএম নরেন্দ্র মোদি সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক: গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড সিনেমা পিএম নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এটি নির্মিত। সিনেমাটিতে মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়।

বক্স অফিসে শুরুটা খুব একটা ভালো করেনি সিনেমাটি। প্রথম দিন সিনেমাটি আয় করেছে ২.৮৮ কোটি রুপি। তবে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিজয়ের পর সিনেমাটির আয় বাড়তে পারে বলে ধারণা করছেন বক্স অফিসে বিশ্লেষকরা।

সিনেমাটিতে নরেন্দ্র মোদির জীবনের বিশেষ বিশেষ ঘটনা তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার অবদান, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তার বিজয়, ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার মুহূর্তে মুসলমানদের বাঁচানো ও অক্ষরধাম মন্দিরে হামলার সময় নিজে এটির তদারকী করার বিষয় এতে প্রাধান্য পেয়েছে। এছাড়া তার ছোটবেলা ও চা বিক্রেতা হিসেবে তাকে দেখানো হয়েছে।

পিএম নরেন্দ্র মোদি সিনেমাটি প্রযোজনা করেছেন সুরেশ ওবেরয়, আনন্দ পন্ডিত ও সন্দীপ সিং। এটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক উমাং কুমার। এর আগে মেরি কম, সর্বজি, ভূমি সিনেমা নির্মাণ করেছেন তিনি। বিবেক ওবেরয় ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন—মনোজ জোশি, জারিনা ওয়াহাব, বোমান ইরানি, প্রশান্ত নারায়ণ, বারখা বিস্ট প্রমুখ।

অন্যদিকে পিএম নরেন্দ্র মেদি ছাড়াও ২৪ মে মুক্তি পেয়েছে অর্জুন কাপুর অভিনীত সিনেমা ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড। এই সিনেমাটিও বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথম দিন আয় করেছেন মাত্র ২.১০ কোটি রুপি। রাজকুমার গুপ্তা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—রাজেশ শর্মা, প্রশান্ত আলেকজান্ডার, শান্তিলালা মুখার্জি প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়