ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বাস উল্টে নিহত ৩

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে বাস উল্টে নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে বাস উল্টে বাদশা মিয়া (৩০) নামে এক হেলপারসহ অজ্ঞাত তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো আটজন আহত হন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত বাদশা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও আসছিল। বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার বাদশা মারা যান। এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হন। পরে আহতদের ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে আরো দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎসক তানিয়া আরফিন জানান, হাসপাতালে দুর্ঘটনায় ভর্তি হওয়া গুরুতর আহত দুজনের মৃত্যু হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) সিফায়াতুল মাজদার সিফাত হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৮ নভেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়