ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুই নারী জঙ্গি গ্রেপ্তার

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই নারী জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : রাজধানীর আরামবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় উগ্রবাদী জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রুবাইয়া বিনতে নূর উদ্দিন ওরফে হুরের রাণী ওরফে লাবিবা (২০) ও নাইমা আক্তার ওরফে হিমালয় কন্যা (২৫)।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরী এলাকায় র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র‌্যাব এই তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, দীর্ঘ দিন নজরদারির পর গত বুধবার রাতে রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে বন্দর থানার মামলার দুই নারী জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবাইয়া বিনতে নূর উদ্দিন ওরফে হুরের রাণী ওরফে লাবিবা মাদ্রাসার শিক্ষার্থী। অপরজন  নাইমা আক্তার ওরফে হিমালয় কন্যা ময়মনসিংহের একটি কলেজে পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী। এরা জেএমবিতে অন্তর্ভুক্ত হতে দাওয়াত দিতেন এবং গোপন বৈঠক করে অনলাইনের মাধ্যমে নারীরা কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করতে পারবেন, সেই প্রশিক্ষণ নিতেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৭ মে ২০১৮/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়