ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় খাঁচায়বন্দি বাঘশাবক

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেত্রকোনায় খাঁচায়বন্দি বাঘশাবক

আটক বাঘশাবক

নেত্রকোনা  প্রতিনিধি : খাদ্যের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে খাঁচায়বন্দি হল বাঘশাবক।

নেত্রকোনা সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মো. আহাদ খানের বাড়িতে হাঁসের খামারে ফাঁদে আটক হয় ওই বাঘশাবক।

শনিবার দুপুরে নেত্রকোনা পুলিশের সহায়তায় ওই বাঘশাবকটিকে নেত্রকোনা বন বিভাগে নিয়ে যাওয়া হয়।

খামার মালিক আহাদ খান জানান, গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তিনি নিজ বাড়িতে হাঁসের খামার গড়ে তোলেন। তিনি প্রায় ৫০০ হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন। গত কয়েকদিন থেকে প্রতিরাতেই তার খামার থেকে হাঁস কমতে থাকে।

এভাবে কয়েক দিনে প্রায় ১০০ হাঁস কমে যায়। এতে তার মধ্যে সন্দেহ দেখা দেয়। তিনি শেয়াল, বেজির উপদ্রব মনে করে খামারের চারপাশে নেট (জাল) ও পলিথিন দিয়ে রক্ষার চেষ্টা করেন। কিন্তু এরপরও হাঁস কমতে থাকায় লোহা, বাঁশ ও সুতা দিয়ে ফাঁদ তৈরি করেন। এতে শুক্রবার মধ্যরাতে ঘটে বিপত্তি। ফাঁদে আটকা পড়ে ওই বাঘশাবক।

তিনি আজ সকালে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, নেত্রকোনা মডেল থানা পুলিশ ও নেত্রকোনা বন বিভাগকে জানান। পরে দুপুরে নেত্রকোনা বন বিভাগের ফরেস্টার সিদ্দিকুর রহমান, কর্মচারী তাজুল ইসলামসহ অন্য কর্মচারীদের নিয়ে পুলিশের সহায়তায় বাঘশাবকটিকে উদ্ধার করে নেত্রকোনা বন অফিসে নিয়ে যান।

বাঘশাবকটি লম্বায় প্রায় দুই ফুট, উচ্চতা এক ফুট এবং ওজন ৮ থেকে ১০ কেজি হবে।

নেত্রকোনা বন বিভাগের ফরেস্টার সিদ্দিকুর রহমান বাঘশাবক আটকের বিষয়টি নিশ্চিত করেন।



রাইজিংবিডি/নেত্রকোনা/১১ মার্চ ২০১৭/ইকবাল হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়