ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চারটি সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চারটি সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে শনিবার চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

ময়মনসিংহ শহরের পাট গুদাম এলাকায়, সদর উপজেলার দাপুনিয়ায়, ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজিরবাজার এলাকায় এ সব সড়ক দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে ট্রাকচাপায় রিকশাচালক শাহিন (৩০) নিহত হন। নিহত শাহিনের বাড়ি তারাকান্দা উপজেলায়। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

দুপুরে সদর উপজেলার দাপুনিয়ায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে ট্রাক চাপায় পথচারী শফিকুল ইসলাম (৪০) নিহত হন। তিনি পেশায় ফ্রিজের মিস্ত্রী। পুলিশ ট্রাক আটক করেছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, হাজিরবাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত হুমায়ূন কবীর গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

সকাল ৯টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা যায়। আহত হয়েছে পাঁচজন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাইজিংবিডি/ময়মনসিংহ/১৩ জানুয়ারি ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাইফুল/বকুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়