ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফ্রিজে জরায়ু ছিল ১৩ বছর

এসএস জামিল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ১৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রিজে জরায়ু ছিল ১৩ বছর

এসএস জামিল : মাত্র নয় বছর বয়সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন মোয়াজা আল মাতরুশি। চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রিট হাসপাতালে। সেসময় সুচিকিৎসার ফলে ভাগ্যগুণে বেঁচে যান। কোমোথেরাপি দেওয়ায় মোয়াজার ৯৯ শতাংশ বন্ধ্যাত্বের ঝুঁকি ছিল। চিকিৎসকরা তখন বাধ্য হয়ে তার জরায়ু সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন। এতে সায় দিয়েছিল মোয়াজার পরিবার।

 

চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন মোয়াজা। কিন্তু বিয়ের পর মা হতে পারছিলেন না স্বাভাবিকভাবে। পরে ২০১৫ সালের আগস্ট মাসে বিশেষ উপায়ে ফ্রিজে সংরক্ষিত সেই জরায়ু ফের মোয়াজার শরীরে প্রতিস্থাপন করা নিয়ে গবেষণা শুরু করেন ডেনমার্কের একদল চিকিৎসক। শুরু হয় মোয়াজার জরায়ু প্রতিস্থাপনের চিকিৎসা।  

 

দীর্ঘ চিকিৎসা ও গবেষণার পর গত এপ্রিল মাসে গর্ভধারণ করেন মোয়াজা। গবেষণা দলের সদস্য ও গাইনোকোলজির চিকিৎসক রিচার্ড অ্যান্ডারসন জানান, বয়ঃসন্ধির আগে ফ্রিজ করা জরায়ু টিস্যু থেকে শিশুর জন্ম এই প্রথম। আমরা দীর্ঘদিন গবেষণা করে এই ব্যাপারটি ঘটিয়েছি। এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু আমরা সফল হয়েছি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৬/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়