ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরিশালে গৃহবধূর যাবজ্জীবন

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে গৃহবধূর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের মেহেন্দীগঞ্জে সতীন হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহা. রাকিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি তাজিয়া বেগম (৩৬) মেহেন্দীগঞ্জের পশ্চিম সুলতান গ্রামের আব্দুল মান্নানের দ্বিতীয় স্ত্রী এবং ভোলা চরফ্যাশনের মোস্তফা মাঝির মেয়ে।

আদালতের বেঞ্চসহকারী মো. রফিকুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর আগে  আব্দুল মান্নানের সঙ্গে বিয়ে হয় মেহেন্দীগঞ্জের তেতুলীয়া গ্রামের ছিটু রাঢ়ির মেয়ে রেহানা বেগমের। তাদের দুটি সন্তান রয়েছে। ২০১২ সালে মান্নান ঢাকায় গোপনে বিয়ে করে তাজিয়া বেগমকে।

একই বছরের ১৬ আগস্ট মান্নান তার দ্বিতীয় স্ত্রী তাজিয়াকে বাড়ি নিয়ে আসলে দুই সতীনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে তাজিয়া তার সতীন রেহানাকে আহত করে। পরে তাজিয়া  রেহানাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে।

ঘটনার দিনই মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই বাবুল হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তাজিয়া বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে আজ এই সাজা দেয়।



রাইজিংবিডি/বরিশাল/১৭ মে ২০১৭/জে. খান স্বপন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়