ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশাল থেকে নৌযান চলাচল শুরু

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল থেকে নৌযান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার। তিনি বলেন, সন্ধ্যার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল করবে। তবে ঢাকা থেকে উপকূলীয় এলাকা অর্থাৎ মনপুরা, হাতিয়ার উদ্দেশে এখনো লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে বরিশাল নদীবন্দর থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এমনকি ট্রলার ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ ছিল।

দুপুরের পর বরিশালে ঘূর্ণিঝড় তিতলীর প্রভাব কেটে গেছে। তাই নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঘূণিঝড়ের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সকাল থেকে কর্মজীবী মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি।



রাইজিংবিডি/বরিশাল/১১ অক্টোবর ২০১৮/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়