ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাস-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকনী এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের অটোরিকশার চালক সোনা মিয়া (৩৫), হালুয়াঘাট উপজেলার নাগলা গড়পাড়া গ্রামের আইয়ুব আলী (৫৫) ও তার ছেলে আব্দুল করিম (৩৫), একই গ্রামের মাজহারুল ইসলাম (১৯), সলিম উদ্দিন (১৯) ও নাজিম উদ্দিন ভূইয়া (৪৫)। এরা ময়মনসিংহ শহর থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

 

 

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/১১ মে ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়