ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভাষা সৈনিক লায়লা নূর আর নেই

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাষা সৈনিক লায়লা নূর আর নেই

কুমিল্লা প্রতিনিধি : ভাষা সৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক প্রফেসর লায়লা নূর মারা গেছেন।  শুক্রবার সকাল সোয়া ৯ টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২৮ মে রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে লায়লা নূরকে নগরীর সিডিপ্যাথ হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহন করেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালে ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় তিনি গ্রেপ্তার হন এবং ২১ দিন কারাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগ দেন এবং ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। লায়লা নূর ২০১৪ সালে অনন্যা শীর্ষ দশ নারী পদক পান।

শুক্রবার বাদ আছর নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।



রাইজিংবিডি/কুমিল্লা/৩১ মে ২০১৯/জাহঙ্গীর আলম ইমরুল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়