ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

অবসরের কথা নিশ্চিত করলেন পিকে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবসরের কথা নিশ্চিত করলেন পিকে

স্পেনের জার্সিতে আর দেখা যাবে না পিকেকে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, রাশিয়াতে স্পেনের জার্সিতে শেষবারের মতো দেখা যাবে তাকে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর তাৎক্ষণিক যদিও সিদ্ধান্তটা নিশ্চিত করেননি। অবশেষে সেটি নিশ্চিত করলেন জেরার্ড পিকে। জানালেন, জাতীয় দলে আর ফিরছেন না।

অবসরের কথা নিশ্চিত করে শনিবার পিকে বলেন, ‘জাতীয় দলের কোচ লুইস এনরিকের সঙ্গে কিছুদিন আগে আমি কথা বলেছি। তাকে জানিয়েছি, আমার সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া হয়ে গেছে। স্পেন দলের সঙ্গে আমি সত্যিই দারুণ সময় কাটিয়েছি।’

এখন বার্সেলোনার হয়ে খেলার দিকেই পূর্ণ মনোযোগ দিতে চান ৩১ বছর বয়সি ডিফেন্ডার, ‘এখন আমি বার্সার হয়ে খেলার দিকেই সব মনোযোগ দিতে চাই। এখানে আমার আর কয়েক বছর বাকি আছে, আমি সময়টা উপভোগ করতে চাই।’

২০০৯ সালে অভিষেকের পর স্পেনের হয়ে ১০২ ম্যাচ খেলেছেন পিকে। গোলও করেছেন পাঁচটি। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। জিতেছেন ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। বিশ্বকাপে রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে শেষ হয়েছে তার জাতীয় দলের ক্যারিয়ার।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়