ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না’

ম্যাচসেরার পুরস্কার হাতে ওয়ালটনের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাজ্জাদ হোসেন শাকিল। ছবি: রাইজিংবিডি

ক্রীড়া প্রতিবেদক : ঝড় তুলে ফিফটি করেছেন। দল উঠেছে ফাইনালে। নিজে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। সব মিলিয়ে দারুণ খুশি ওয়ালটন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাজ্জাদ হোসেন শাকিল।

৩০ বলে ৪টি করে চার ও ছক্কায় অপরাজিত ৫৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শাকিল।

টানা দুই ম্যাচে ফিফটি করলেন শাকিল। কোয়ার্টার ফাইনালে করেছিলেন ৩০ বলে ৬৩ রান। ম্যাচসেরার পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে শাকিল রাইজিংবিডিকে বলেন, 'অবশ্যই ভালো লাগছে। ধারাবাহিক একটা পারফরম্যান্স, গত ম্যাচেও ফিফটি করেছি। রেসে ছিলাম, তারপরও নাজেল ভালো খেলেছে। মাঝখানে আমাদের বিপর্যয় ছিল। অবশ্যই অনেক ভালো লাগছে। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এখন পর্যন্ত আমরা একটা ম্যাচও হারিনি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।'

 



ভালো খেলার রহস্যও জানালেন ডানহাতি এই ব্যাটসম্যান, 'স্যারদের কাছ থেকে অনেক পজিটিভ রেসপন্স পাই। অনেক সময় খারাপ খেললেও উনারা অনেক অনুপ্রেরণা দেন। বিশেষ করে, মিলটন আহমেদ স্যার, উদয় হাকিম স্যার ও ফিরোজ আলম স্যার। গত মৌসুমে আমি অনেকগুলো ম্যাচেই রান পাইনি। সেমিফাইনাল ও ফাইনালে আমি মোটামুটি পারফরম্যান্স করেছিলাম। তারপর থেকেই একটা বিশ্বাস আছে। যেহেতু তারা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, তাই ম্যানেজমেন্ট কিংবা অধিনায়কের আমার কাছে কিছু পাওনা আছে। টুর্নামেন্টের শুরুর দিকে খুব বেশি ভালো করতে পারিনি। আমি ফ্রি খেলার চেষ্টা করেছি। যেহেতু বড় ম্যাচ ছিল, চেষ্টা করেছি ভালো কিছু করার।'

শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী শাকিল। ফাইনালের পরিকল্পনা জানাতে চাইলে তিনি বলেন, 'ফাইনাল নিয়ে পরিকল্পনা হলো মাঠের পরিস্থিতি অনুযায়ী খেলা। আমরা ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ্‌।'

গ্রুপপর্বে টানা তিন ম্যাচের পর নকআউট পর্বে দুই ম্যাচেই জিতল ওয়ালটন। দ্বিতীয় সেমিফাইনালে বেক্সিমকো ফার্মা ও বেক্সিমকো টেক্সটাইলের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী ২০ জানুয়ারি ফাইনাল খেলবে উদয় হাকিমের নেতৃত্বাধীন ওয়ালটন দল।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়