কানাডার বড় পর্দায় চুমকি
|| রাইজিংবিডি.কম
কাফি আমান
কানাডার বড় পর্দায় উপস্থিত হচ্ছেন বাংলাদেশী অভিনেত্রী নাজনিন হাসান চুমকি। ছবির নাম ‘পুতুল কথা`। ছবিটি পরিচালনা করেছেন কানাডা প্রবাসী মোহাম্মদ রনি। এ ছবির মধ্যে দিয়েই প্রথমবারের মতো দেশের বাহিরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে চুমকি অভিনীত ছবি। ছবিতে পুতুল নাম ভূমিকায় অভিনয় করেছেন চুমকি। সাবটাইটেল-এ ছবিটি কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ছবির পরিচালক রনি জানিয়েছেন।
চুমকি বলেন, ‘প্রায় একবছর আগে ছবিটির শুটিং করেছিলাম। ছবির গল্পটি আমার বেশ ভাল লেগেছে। তখন খুলনা, পুবাইল এবং ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন স্থানে ছবির শুটিং করেছিলাম। প্রচন্ড শীতে বৃষ্টিতে ভিজেছি, প্রচন্ড গরমে ইট ভাটায় কাজ করেছি। এখন ছবিটি দর্শকের কাছে ভাল লাগলেই কষ্ট স্বার্থক।` পরিচালক রনি বলেন, ‘ইতিমধ্যেই কানাডায় ছবিটির পোস্ট প্রোডাকশনের সময়ে বেশ রেসপন্স পেয়েছি। বাংলাদেশের হৃদয় সরকার ও কানাডার রায়্যান ছবির চিত্রগ্রহণ করেছেন। হৃদয়ের কাজ বেশ প্রশংসা পেয়েছে। সেইসাথে ছবির অভিনয়শিল্পীদেরও অভিনয় ভাল লেগেছে কানাডার ক্রিটিকদের। এবার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পালা।`
‘পুতুল কথা` ছবিতে নাজনিন হাসান চুমকি ছাড়াও আরো অভিনয় করেছেন জয়রাজ, নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহিন, রানাসহ কানাডার কয়েকজন।
রাইজিংবিডি২৪.কম