ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

নতুন কোচ বাছাইয়ে বিসিবিকে সাহায্য করছেন কারস্টেন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন কোচ বাছাইয়ে বিসিবিকে সাহায্য করছেন কারস্টেন

গ্যারি কারস্টেন

ক্রীড়া প্রতিবেদক : বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গত মার্চে বলেছিলেন, । সেই অনুষ্ঠানেই বিসিবির সঙ্গে কারস্টেনের কাজ শুরু করে দেওয়ার বিষয়টি জানিয়েছেন বোর্ড প্রধান। বাংলাদেশের কেমন কোচ হলে ভালো হয়, সেটা পর্যবেক্ষণ করছেন কারস্টেন।

নাজমুল হাসান বলেছেন, ‘সে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। সে (কারস্টেন) একটা পর্যবেক্ষণ করছে। খেলোয়াড়দের সাক্ষাৎকার নিচ্ছে, কোচিং স্টাফদের সঙ্গে, আমার সঙ্গে কথা বলছে। কারস্টেন আসলে জানতে চায় আমাদের জন্য কী ধরনের কোচ দরকার। জাতীয় দল, একাডেমির জন্য কী কোচ দরকার, প্রধান কোচ কেমন হওয়া উচিত; এসব বিষয়গুলোর ওপর ধারণা নিয়ে সে একজনকে খুঁজে বের করতে চায়। এই মাসের মধ্যেই বিশেষ কিছু জানতে পারবেন।’

তাহলে কি কারস্টেনই বাংলাদেশের কোচ চূড়ান্ত করবেন? নাজমুল হাসান বললেন, ‘না, সে তার প্রস্তাব দেবে। তার কাছে একটি তালিকা রয়েছে। আমাদের তালিকা নিয়ে এবং তার তালিকা মিলিয়ে আমাদের কাছে একটি প্রেজেন্টশন দেবে। তারপর আমরা চূড়ান্ত করব। আমাদের জন্য সেটা সুবিধা হবে।’

তালিকায় কারা আছেন, সেটা অবশ্য খোলাসা করতে চাইলেন না বোর্ড প্রধান, ‘আমরা এখন যে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করেছি তারা সবাই ফুলটাইমের জন্যই। সংক্ষিপ্ত তালিকায় কারা আছে, সেটা এখন বলা যাবে না। তারা সবাই কোথাও না কোথাও আছেন। কাজেই পরে যদি না হয় তাহলে! এর আগে তো একজনকে আমরা চূড়ান্ত করেই ফেলেছিলাম। শেষ মুহূর্তে এসে বলল, পরিবার রাজি হচ্ছে না। সুতরাং না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’

নাজমুল হাসান জানালেন, কারস্টেন আগামী সপ্তাহে ঢাকায় আসতে পারেন। তবে সেটা নির্ভর করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে প্লে-অফে উঠতে পারে কি না, তার ওপর। আইপিএলে কারস্টেন বেঙ্গালুরুর ব্যাটিং কোচ। শনিবার নিজেদের শেষ লিগ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।

‘নির্ভর করছে (কারস্টেনের আসা) আইপিএলের কী হয়। এখন যে অবস্থা তাতে ২০-২২ তারিখে চলে আসার কথা। তবে এখান থেকে যদি কিছু ওলট-পালট হয়, তাহলে হয়তো দুই-একদিন পেছাতে পারে- বলেছেন নাজমুল হাসান।

আগামী মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন কোচ পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড সভাপতি। তার আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোর্টনি ওয়ালশই ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে কোচ পাওয়াটা অস্বাভাবিক। কাজেই এটা হবে না। তবে আশা করছি, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোচ নিয়োগ দিতে।’

গত নভেম্বরে চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই প্রধান কোচ ছাড়া চলছে বাংলাদেশ দল। অ্যান্ডি ফ্লাওয়ার, টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, জিওফ মার্শ, পল ফারব্রেসকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা তা ফিরিয়ে দেন। রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স বিসিবিতে এসে সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন। কিন্তু তারা ইতিমধ্যেই যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন।    



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়