ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

‘জাদুকর, অনন্য, অবিশ্বাস্য’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ১৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জাদুকর, অনন্য, অবিশ্বাস্য’

আন্দ্রেস ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক : লা লিগায় বার্সেলোনার ম্যাচ বাকি আর একটি। রোববার ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেই ম্যাচটা খেলেই বার্সাকে বিদায় জানাবেন আন্দ্রেস ইনিয়েস্তা। মৌসুম শেষে শৈশবের ক্লাবটির সঙ্গে ২২ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণাটা তিনি আগেই দিয়েছেন।

কিংবদন্তি এই মিডফিল্ডারের বিদায় উপলক্ষে শুক্রবার রাতে ন্যু ক্যাম্পে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বার্সেলোনা। ‘অসীম ইনিয়েস্তা’ নামের এই অনুষ্ঠানে বার্সেলোনার বর্তমান সব খেলোয়াড়, অনেক প্রাক্তন খেলোয়াড়, ক্লাবের পরিচালক, ইনিয়েস্তার পরিবারসহ অনেকেই উপস্থিত ছিলেন।



বিশেষ একটি ভিডিওর মাধ্যমে বার্সায় ইনিয়েস্তার অবদান তুলে ধরা হয়। ভিডিও বার্তায় ইনিয়েস্তার প্রাক্তন সতীর্থ জাভি, ইয়াইয়া তোরে, থিয়েরি অঁরি, রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, জুভেন্টাস কিংবদন্তি জিয়ানলুইজি বুফনসহ অনেকেই বার্সা তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন।

বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ইনিয়েস্তাকে তারা এক শব্দে বর্ণনা করেছেন। ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনের মতে, ইনিয়েস্তা ‘জাদুকর’, অঁরি দেখেন ‘অস্পর্শযোগ্য’ হিসেবে, স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের মতে, ইনিয়েস্তা ‘অনন্য’।  বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস ফন গাল ইনিয়েস্তাকে বলেছেন, ‘অবিশ্বাস্য’।

ইনিয়েস্তাকে এক শব্দে বর্ণনা করেছেন (বাঁ থেকে) সার্জিও রামোস, কার্লোস পুয়োল, রাফায়েল মার্কেজ, আন্দ্রে পিরলো

 ইনিয়েস্তাকে এক শব্দে বর্ণনা করেছেন (বাঁ থেকে) নেইমার,  ইয়ুপ হেইঙ্কেস, পেদ্রো, রিভালদো

ইনিয়েস্তাকে এক শব্দে বর্ণনা করেছেন (বাঁ থেকে) কেভিন ডি ব্রুইন, এডউইন ভান ডার সার, ইকার ক্যাসিয়াস, হেক্টর বেলারিন

ইনিয়েস্তাকে এক শব্দে বর্ণনা করেছেন (বাঁ থেকে) ডেভিড ভিয়া, মার্ক বারত্রা, রাভাল নেডভেড, লুইস ভন গাল

 ইনিয়েস্তাকে এক শব্দে বর্ণনা করেছেন (বাঁ থেকে) জাভি, রোনাল্ড কোম্যান, জিয়ানলুইজি বুফন, ভিক্টর ভালদেস

ইনিয়েস্তাকে এক শব্দে বর্ণনা করেছেন (বাঁ থেকে) এরিক আবিদাল, লুইস এনরিক, ক্রিস্টিয়ান কারেমবু , ফ্যাবিও কাপেলো

এই মৌসুমে বার্সার লা লিগা ও কোপা দেল রে জয়ে অবদান রেখেছেন ইনিয়েস্তা। বার্সার একাডেমি ‘লা মাসিয়া’তে বেড়ে ওঠা ইনিয়েস্তা প্রাণের ক্লাবটির হয়ে জিতেছেন ৩২টি ট্রফি, ম্যাচ খেলেছেন ৬০০-এর বেশি। আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ।



বার্সেলোনার হয়ে ইনিয়েস্তার শিরোপাগুলো

লা লিগা: (৯) ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৭-১৮।

চ্যাম্পিয়নস লিগ: (৪) ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৫

কোপা দেল রে: (৬) ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮

স্প্যানিশ সুপার কাপ: (৭) ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬।

উয়েফা সুপার কাপ: (৩) ২০০৯, ২০১১, ২০১৫

ফিফা ক্লাব বিশ্বকাপ: (৩) ২০০৯, ২০১১, ২০১৫।
 



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়