ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দিলরুয়ান-হেরাথের স্পিনে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিলরুয়ান-হেরাথের স্পিনে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা

ক্রীড়া ডেস্ক : আগের দিন শ্রীলঙ্কার মাটিতে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরের দিনই প্রোটিয়ারা নতুন করে লিখল সেই রেকর্ড! দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথের অসাধারণ বোলিংয়ে গল টেস্ট শ্রীলঙ্কা তিন দিনেই ২৭৮ রানে জিতেছে।

প্রথম ইনিংসে তবুও ১২৬ রান করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ৭৩ রানেই, শ্রীলঙ্কার মাটিতে তো বটেই, ১৯৯১ সালে নির্বাসন থেকে ফেরার পর টেস্টে এটিই প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোর।

দিলরুয়ান ও হেরাথের স্পিনের জবাব খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৬টিসহ ম্যাচে ৭৮ রানে ১০ উইকেট নিয়েছেন অফ স্পিনার দিলরুয়ান। দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নবম স্থানে উঠে গেছেন বাঁহাতি স্পিনার হেরাথ (৪২৩ উইকেট)। তিনি ছাড়িয়ে গেছেন শন পোলক ও ডেল স্টেইনকে। ৪২১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি পোলককে ছুঁয়েছেন স্টেইন।

আজ তৃতীয় দিন সকালে ৭৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯০ রানে। প্রথম ইনিংসে লঙ্কানরা পেয়েছিল ১৬১ রানের লিড। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় তাই ৩৫২ রানের। জিততে হলে গড়তে হতো শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

দক্ষিণ আফ্রিকা রেকর্ড ঠিকই গড়েছে, তবে জয়ের নয়, শ্রীলঙ্কায় তাদের সর্বনিম্ন রানের! শুরুটা হয়েছিল ডিন এলগারকে দিয়ে। দলীয় ১২ রানে দিলরুয়ানের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে তিনি হয়েছেন স্টাম্পড।

 



হাশিম আমলা, টেম্বা বাভুমাও দিলরুয়ানের শিকার। আমলা ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ দিয়েছেন লেগ গালিতে, বাভুমা একই জায়গায় ক্যাচ হয়েছেন ইনসাইড-এজে। ক্যারিয়ারে আজ ১২তম বারের মতো ডাক মেরেছেন আমলা।

প্রথম ইনিংসে একাই বুক চিতিয়ে লড়েছিলেন ফাফ ডু প্লেসি। প্রোটিয়া অধিনায়ক দ্বিতীয় ইনিংসে টিকেছেন মাত্র তিন বল। হেরাথের প্রথম শিকার হয়ে তিনি ক্যাচ দিয়েছেন স্লিপে।

এলগারের পর আরেক ওপেনার এইডেন মার্করামও হয়েছেন স্টাম্পড, এবার বোলার ছিলেন হেরাথ। একই ইনিংসে দুই ওপেনারের স্টাম্পড হওয়ার ষষ্ঠ ঘটনা এটি। দিলরুয়ানের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন কুইন্টন ডি কক। তখন ৩৬ রানেই দক্ষিণ আফ্রিকার ওপরের দিকের ছয় ব্যাটসম্যান সাজঘরে!

সপ্তম উইকেটে ২২ রানের জুটিতে পঞ্চাশ পার করেছিলেন ভারনন ফিল্যান্ডার ও কেশভ মহারাজ। তবে ১৫ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয়েছে সফরকারীরা।

এশিয়ার মাটিতে এত কম ওভার দক্ষিণ আফ্রিকার ইনিংস আগে আর স্থায়ী হয়নি। ২০১৫ সালে নাগপুরে ভারতের বিপক্ষে ৩৩.১ ওভার ছিল আগের সবচেয়ে ক্ষুদ্রতম ইনিংস।

 



ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান সাতে নামা ফিল্যান্ডারের। মার্করাম ১৯ ও ডি কক করেছেন ১০।

১০ উইকেট নিয়েও ম্যাচসেরা নন দিলরুয়ান। প্রথম ইনিংসের সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসের ফিফটি মিলিয়ে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নের রান ২১৮। যেখানে দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯৯! ম্যাচ শেষ আড়াই দিনেই!

ক্রিকেটের চেতনাবিরোধী অভিযোগে পুরো টেস্ট সিরিজে নিষিদ্ধ আছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্দিমাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চান্দিমাল ড্রেসিংরুমে থাকতে পারলেও কোচ তাও পারছেন না। তারপরও প্রথম টেস্টে এমন জয় শ্রীলঙ্কার আত্মবিশ্বাস নিশ্চিতভাবে বাড়িয়ে দেবে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২০ জুলাই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৭৮ ও দ্বিতীয় ইনিংস: ১৯০

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ১২৬ ও দ্বিতীয় ইনিংস: ৭৩।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়