ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাবনায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ৩০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি : ঠিকাদারী কাজের টেন্ডার নিয়ে বিরোধের জেরে পাবনার বেড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে বেড়া পৌর সদরের নতুনপাড়া চারমাথা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ কর্মী আলিম খাঁ (৪০) বেড়া পৌর সদরের হাতিগাড়া খাঁ পাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে।

বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, পৌরসভার ঠিকাদারী কাজের একটি টেন্ডার ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের আলিম খাঁ ও শফি হোসেনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার রাতে পৌর সদরের নতুনপাড়া চারমাথা মোড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী আলিম খাঁসহ অন্তত ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম খাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মামলার প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/পাবনা/৩০ মে ২০১৭/শাহীন রহমান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়