ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রবীন্দ্র জয়ন্তীতে তিশা-নিশো

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রবীন্দ্র জয়ন্তীতে তিশা-নিশো

ছায়াবৃত্তে শেষের কবিতা নাটকের দৃশ্য

বিনোদন প্রতিবেদক : ৮ মে, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী। এ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘ছায়াবৃত্তে শেষের কবিতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’র অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন- তিশা, আরফান নিশো, রামিজ রাজু, টয়া, অধরা পিয়া প্রমূখ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, জয়ীতার স্বামী মাহিন। মানুষটি একটু মুখচোরা, তবে একটু আত্মকেন্দ্রিক, আত্মভোলাও বলা যায়। পেশায় তিনি ডাক্তার। রোগি দেখা, রিসার্চ করা, আর তার পড়াশোনা এর বাইরে কিছুই বোঝে না সে। জয়ীতার প্রাত্যাহিক সব চাহিদা সুচারুভাবে মিটিয়ে দেন কিন্তু তাকে সঙ্গ দেয়া ব্যতীত। জয়ীতা শুরুতে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও ইদানিং সেটা সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আসলে জয়ীতাকে যে তার সঙ্গ দিতে হবে সেটা সে বোঝে কি না তাতে যথেষ্ট সন্দেহ আছে।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৫/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়