ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীর দেড় হাজার সমিতির মুলধন ১০০ কোটি টাকা

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীর দেড় হাজার সমিতির মুলধন ১০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আওতায় রাজশাহী জেলায় দেড় হাজারেরও বেশি সমিতি গড়ে উঠেছে। এই সমিতি গুলোতে মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এর এক টাকাও ফেরত নেবে না সরকার। সমিতিগুলোর প্রায় ৭৭ হাজার সদস্য এর সুফল ভোগ করবেন।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে এসেছে। ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের একটি। প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করতে স্থানীয় সংবাদকর্মী ও অংশীজনদের নিয়ে মঙ্গলবার সকালে রাজশাহীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এতে জানানো হয়, আগের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় রাজশাহীতে মোটে এক হাজার ৬৩৮টি সমিতি গড়ে উঠেছে। এতে উপকারভোগী সদস্যের সংখ্যা ৭৭ হাজার ২১৭ জন। তাদের এখন মোট মূলধনের পরিমাণ ৯৬ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে শুধু সদস্যদের  পুঁজির পরিমাণ ৩৩ কোটি ৮ লাখ টাকা। সরকার সমিতিগুলোতে উৎসাহ বোনাস দিয়েছে ২৬ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া প্রতিটি সমিতিতে তিন লাখ টাকা করে ঋণ তহবিল দেয়া হয়েছে। এর পরিমাণ ৩৭ কোটি ৩৯ লাখ টাকা। সবমিলিয়ে মুলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ কোটি ৬২ লাখ টাকা। এই মুলধন থেকে এক টাকাও ফেরত নেবে না সরকার। এই মুলধন থেকে উপকারভোগীরা ৮ শতাংশ সুদে ঋণও নিতে পারবেন। এর মাধ্যমে উপকারভোগীরা বিনিয়োগ করে স্বাবলম্বী হতে পারবেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ উপ-প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া সভায় সভাপতিত্ব করেন। রাজশাহী অঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।



রাইজিংবিডি/রাজশাহী/১৪ মে ২০১৯/তানজিমুল হক/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়