হানিফ-মিয়াঁদাদের পর মিসবাহ
পরাগ || রাইজিংবিডি.কম
শট খেলছেন মিসবাহ-উল-হক
ক্রীড়া ডেস্ক : ১৫ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে নেমেছেন মিসবাহ-উল-হক। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিসবাহ অপরাজিত ছিলেন ১০১ রানে। পাকিস্তানের তৃতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে প্রথম টেস্টে ১০০ বা এর বেশি রান করলেন মিসবাহ।
এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক হানিফ মোহাম্মদ ও জাভেদ মিয়াঁদাদ।
১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টেই পাকিস্তানের প্রথম ইনিংসে অপরাজিত ১৮৭ রান করেছিলেন হানিফ মোহাম্মদ। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৫৩ রান করেছিলেন মিয়াঁদাদ। এবার সেঞ্চুরি করলেন মিসবাহ।
৪২ বছর ৪৭ দিন বয়সে খেলতে নামা মিসবাহ লর্ডস টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে বয়স্ক সফরকারী অধিনায়কও। মিসবাহর চেয়ে বেশি বয়সে ইংল্যান্ডে টেস্টে ১০০ বা এর বেশি রান করা সফরকারী ক্রিকেটার আছেন আর একজন- ওয়ারেন ব্র্যাডসলি। প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ১৯২৬ সালে ৪৩ বছর ২০২ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টেই করেছিলেন অপরাজিত ১৯৩ রান।
রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৬/পরাগ
রাইজিংবিডি.কম