ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

যশোরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬

বি এম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ১৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

 

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কোতোয়ালি থানার পুলিশ ১৬ জনকে, চৌগাছা থানার পুলিশ দুইজনকে, শার্শা থানার পুলিশ সাতজনকে, ঝিকরগাছা থানার পুলিশ ছয়জনকে, বেনাপোল থানার পুলিশ চারজনকে, কেশবপুর থানার পুলিশ তিনজনকে, মণিরামপুর থানার পুলিশ আটজনকে, অভয়নগর থানার পুলিশ আটজনকে ও বাঘারপাড়া থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

 

 

রাইজিংবিডি/যশোর/১৮ জানুয়ারি ২০১৬/বি এম ফারুক/উজ্জল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়