ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পিকের গোলে রক্ষা বার্সার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিকের গোলে রক্ষা বার্সার

ক্রীড়া ডেস্ক : এসপানিওলের মাঠে হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। তবে জেরার্ড পিকের গোলে রক্ষা পেয়েছে কাতালানরা। রোববার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

চলতি মৌসুমে লা লিগায় প্রথমবারের মতো লিওনেল মেসিকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। তবে দলের সেরা তারকাকে ছাড়া প্রথমার্ধে সুবিধা করতে পারেননি বার্সেলোনা।

যদিও ২২ মিনিটে তাদের ক্রসবার-দুর্ভাগ্যের শিকার হতে হয়। বার্সার জার্সিতে প্রথম গোল পেতে পারতেন ফিলিপে কুতিনহো। কিন্তু পেনাল্টি এড়িয়া থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ডান পায়ের জোরালো শট লাগে ক্রসবারে।

এই মৌসুমে এ নিয়ে বার্সার ২৩টি প্রচেষ্টা বারে লেগে প্রতিহত হলো, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো দলের সর্বোচ্চ।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সার্জিও রবার্তোর বদলি হিসেবে মেসিকে মাঠে নামান বার্সা কোচ। তবে ৬৬ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন জেরার্ড মরেমো। 

বার্সাকে তখন পরাজয় চোখ রাঙাচ্ছিল। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে গোল করে দলকে সমতায় ফেরান পিকে। মেসির ফ্রি-কিক থেকে হেডে গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার।

২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। 


 

রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়