ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সেঞ্চুরি’তে প্রিমিয়ার লিগের দ্বিতীয় দ্রুততম কেন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সেঞ্চুরি’তে প্রিমিয়ার লিগের দ্বিতীয় দ্রুততম কেন

প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করেছেন হ্যারি কেন

ক্রীড়া ডেস্ক : ২৭ জন ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০ বা এর বেশি গোল করেছেন। সর্বশেষ খেলোয়াড় হিসেবে কাল এই তালিকায় নাম লিখিয়েছেন টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেন। এই ২৭ জনের মধ্যে তিনি দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন।

। তিনি ভেঙেছেন টেডি শেরিংহামের ৯৭ গোলের আগের রেকর্ড। ২৪ বছর বয়সি এই স্ট্রাইকার কাল লিভারপুলের সঙ্গে টটেনহামের ২-২ গোলে ড্র ম্যাচে পেনাল্টি থেকে গোল করে সেঞ্চুরিও পূর্ণ করলেন, ১৪১ ম্যাচে।

প্রিমিয়ার লিগে কেনের চেয়ে কম ম্যাচে একশ গোলের মাইলফলক স্পর্শ করেন কেবল অ্যালান শিয়েরার, ১২৪ ম্যাচে। ২৬০ গোল নিয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও শিয়েরার। গোলের সেঞ্চুরির পর কেনকে অভিনন্দন জানিয়েছেন ইংলিশ কিংবদন্তি। 



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়