ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন ডিপিএলে প্রথম হ্যাটট্রিক আসিফের, সেঞ্চুরি নাঈমের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ডিপিএলে প্রথম হ্যাটট্রিক আসিফের, সেঞ্চুরি নাঈমের

দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেছেন আসিফ হাসান। ছবি: জনি সোম

ক্রীড়া প্রতিবেদক : ‍আসিফ হাসান ও নাঈম ইসলাম নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন! দুজনের দারুণ দুটি অর্জনও যে তাদের দলকে জেতাতে পারেনি।

এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুজনই খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। বুধবার বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে এবারের ডিপিএলের প্রথম হ্যাটট্রিক করেছেন আসিফ, আর প্রথম সেঞ্চুরি করেছেন নাঈম।

আসিফের হ্যাটট্রিকটা হয়েছে দুই ওভার মিলিয়ে। টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল রূপগঞ্জ। জামালের দুই ওপেনার পিনাক ঘোষ ও হাসানুজ্জামান দ্রুতই গড়ে ফেলেন ৬৬ রানের উদ্বোধনী জুটি।

নবম ওভারের পঞ্চম বলে পিনাককে (১৭) অভিষেক মিত্রর ক্যাচ বানিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন আসিফ। বাঁহাতি এই স্পিনার শেষ বলে এলবিডব্লিউ করেন তিনে নামা সৈকত আলীকে, পরপর দুই বলে দুই উইকেট।

নিজের পরের ওভারের প্রথম বলে বিধ্বংসী হয়ে ওঠা হাসানুজ্জামানকে (৪৯) ফিরিয়ে আসিফ পূর্ণ করেন হ্যাটট্রিক। ২০১৩ সালে প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ষষ্ঠ হ্যাটট্রিকের ঘটনা এটি।

৬৬ রানের উদ্বোধনী জুটির পর ১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলা শেখ জামাল নুরুল হাসান সোহানের ৯০ রানের সুবাদে শেষ পর্যন্ত ২৩০ রানের পুঁজি পেয়েছিল।


সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি নাঈম ইসলাম। (ফাইল ছবি) 

সেই লক্ষ্য তাড়ায় ৫৬ রানে ৫ উইকেট হারানো রূপগঞ্জকে জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন নাঈম। কিন্তু ১১৬ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার অপরাজিত ১১৬ রানও জেতাতে পারেনি রূপগঞ্জকে।

ঢাকা প্রিমিয়ার লিগের ছয় হ্যাটট্রিক

খেলোয়াড়

ম্যাচ

ভেন্যু

সাল

রুবেল হোসেন

ব্রাদার্স ইউনিয়ন বনাম গাজী ট্যাংক

সাভার

২০১৩

তাপস বৈশ্য

কলাবাগান ক্রীড়াচক্র বনাম প্রাইম ব্যাংক

বগুড়া

২০১৬

মোহাম্মদ শরীফ

শেখ জামাল বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স

ঢাকা

২০১৬

আফিফ হোসেন

আবাহনী বনাম শেখ জামাল

সাভার (৪)

২০১৭

মনির হোসেন

ভিক্টোরিয়া বনাম ব্রাদার্স ইউনিয়ন

সাভার (৪)

২০১৭

আসিফ হাসান

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল

সাভার (৪)

২০১৮

 



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়