ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দোলেশ্বরের তৃতীয় জয়ে ব্রাদার্সের দ্বিতীয় হার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দোলেশ্বরের তৃতীয় জয়ে ব্রাদার্সের দ্বিতীয় হার

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট-বলের লড়াইয়ে জমে উঠেছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ।

শনিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর তৃতীয় জয় তুলে নিয়েছে। তারা হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। চতুর্থ ম্যাচে এটি ব্রাদার্সের দ্বিতীয় হার। ৬ পয়েন্ট নিয়ে দোলেশ্বর রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান ষষ্ঠ স্থানে।

টস হেরে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন মাত্র ২১৪ রানে গুটিয়ে যায় ৪৬.৫ ওভারে। জবাবে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে প্রাইম দোলেশ্বর।

ব্রাদার্সের হয়ে ব্যাট হাতে একাই লড়েন ডানহাতি ওপেনার মিজানুর রহমান। ৭৯ বলে ৭১ রান করেন মিজানুর। ইনিংসটি সাজান ৯ চার ও ২টি ছক্কায়। এছাড়া কোনো ব্যাটসম্যানই দ্যুতি ছড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ছয়ে নামা ইয়াসির আলী। ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় অল্পরানেই গুটিয়ে যায় ব্রাদার্স।

 



দোলেশ্বরের হয়ে ৩টি করে উইকেট নেন রায়ান টেন ডয়েসকাট ও ফজলে মাহমুদ। ফরহাদ রেজা নেন ২ উইকেট।

বল হাতে দ্যুতি ছড়ানো ফজলে মাহমুদ ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। ৭৩ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেন বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে উদ্বোধনী জুটিতে ইমতিয়াজ ও লিটন ৮২ রান যোগ করেন। দুজনই হাফ সেঞ্চুরির আগে ফিরে যান সাজঘরে। মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৪৩ রান।

ব্রাদার্সের হয়ে বল হাতে অলোক ৩ উইকেট নিলেও জেতাতে পারেননি দলকে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়