ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেখ জামালকে হারিয়ে খেলাঘরের চমক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ জামালকে হারিয়ে খেলাঘরের চমক

ক্রীড়া প্রতিবেদক: পুচকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি চমকে দিলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। তাদের ব্যাট-বলের দাপটে উড়ে গেল শেখ জামাল। মিরপুরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ধানমন্ডি পাড়ার ক্লাবটি।

মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে শেখ জামাল গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। জবাবে দশ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত হয় খেলাঘরের।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে এটি খেলাঘরের পঞ্চম জয়। অন্যদিকে শেখ জামালের এটি পঞ্চম পরাজয়। দুই দলই খেলেছে সমান নয়টি ম্যাচ।

খেলাঘরের জয়ের নায়ক বোলার তানবীর ইসলাম। ১০ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার। তার দশ ওভারের বোলিংয়ে ডট বল ছিল ৩৮টি। শেখ জামালের হাসানুজ্জামান, জিয়াউর রহমান, সোহাগ গাজী ও আল-ইমরানকে আউট করেন তানবীর। এছাড়া ৩টি উইকেট নেন আনজুম আহমেদ। ২টি পেয়েছেন মইনুল ইসলাম।

ব্যাট হাতে শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন তানবীর হায়দার। এছাড়া সৈকত আলী ২৪ ও আল-ইমরান ২০ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে রবিউল ইসলাম রবির ৩৪, রাফসান আল মাহমুদের ৪৯ ও অশোক মানেরিয়ার অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে সহজেই জয় তুলে নেয় খেলাঘর। সাজেদুল ইসলাম, সোহাগ গাজী ও রবিউল হক ১টি করে উইকেট নেন।





রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়