ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জোড়া সেঞ্চুরিতে জুটির রেকর্ড বিজয়-শান্তর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ৩০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জোড়া সেঞ্চুরিতে জুটির রেকর্ড বিজয়-শান্তর

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হক বিজয় দ্বিতীয় এবং নাজমুল হোসেন শান্ত তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন।

আবাহনীর জার্সিতে এ দুই ব্যাটসম্যান গড়েছেন রেকর্ড। তাদের জোড়া সেঞ্চুরিতে ঢাকা লিগে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড হয়েছে।  শুক্রবার বিকেএসপিতে এই দুই ব্যাটসম্যান প্রাইম দোলেশ্বরের বিপক্ষে উদ্বোধনী জুটিতে করেন ২৩৬ রান। এর আগে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এ রেকর্ডটি ছিল মেহেদী মারুফ ও রনি তালুকদারের দখলে।  

২০১৪-১৫ মৌসুমে প্রাইম দোলেশ্বরের এ দুই ওপেনার করেছিলেন ২১৪ রান। মিরপুরে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে রেকর্ড রান করেছিলেন দুই ডানহাতি ব্যাটসম্যান।  চার বছর পর আজ নতুন রেকর্ড গড়লেন বিজয় ও শান্ত।

৩৭তম ওভারে শরীফউল্লাহর থ্রোতে ভাঙে রেকর্ড গড়া জুটি। ১২৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১২৮ রান করেন বিজয়। আর শান্ত ১২১ রানে থামেন পেসার সালাউদ্দিন শাকিলের বলে। ১২ চার ও ২ ছক্কায় বিকেএসপি মাঠ মাতিয়ে রাখেন বাঁহাতি ওপেনার। 

লিগে এটি শান্তর তৃতীয় সেঞ্চুরি। আর বিজয় তুলে নিয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি। সবথেকে বেশি সেঞ্চুরি মোহাম্মদ আশরাফুলের, ৪টি। 


প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানের জুটি

মুুমিনুল হক-রোশেন সিলভা ২৭৬ (চতুর্থ উইকেট)
এনামুল হক বিজয়-নাজমুল হোসেন শান্ত ২৩৬ (প্রথম উইকেট)
নাঈম ইসলাম-মুশফিকুর রহিম  ২২৫ রান (তৃতীয় উইকেট)
মেহেদী মারুফ-রনি তালুকদার ২১৪ (প্রথম উইকেট)
লিটন কুমার দাস-সাদমান ইসলাম ২০৭ (প্রথম উইকেট) 
মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহ ২০৩ (তৃতীয় উইকেট)

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়