ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইডিবির সম্মেলনে যোগ দিতে তিউনিস গেছেন অর্থমন্ত্রী

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইডিবির সম্মেলনে যোগ দিতে তিউনিস গেছেন অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৩তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় যোগ দিতে তিউনিসিয়ায় গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার রাতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৩তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা হবে।

মুসলিম দেশগুলোর জনগনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৫৭টি দেশ ব্যাংকটির সদস্য।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইডিবি প্রতিষ্ঠায় অর্থমন্ত্রীর বিশেষ ভূমিকা ছিল। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আইডিবি উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি তেল ও সার আমদানির ক্ষেত্রে সংস্থাটির সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।

সম্মেলন শেষে আগামী ৭ এপ্রিল অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৮/হাসনাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়