ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের বৈঠকে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট মেডিক্যাল কলেজসহ ওই অঞ্চলের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল ও নার্সিং কলেজগুলো এ বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত হবে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সিলেট মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না। আলাদা একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণ হচ্ছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সূত্র জানায়, এ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিষয়ে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, বিশেষত আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যেকোনো বিষয়ে শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব দেবে। পাশাপাশশি নার্সিংয়ে ব্যাচেলর ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ানো হবে।



রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়