ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘জনগণের স্বাস্থ্যসম্মত আয়ু দরকার’

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনগণের স্বাস্থ্যসম্মত আয়ু দরকার’

নোয়াখালী প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘‘বাংলাদেশ ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। আমাদের অর্জনের ভিত্তিতে দাঁড়িয়ে এই স্বপ্ন দেখছি আমরা।’’

তিনি বলেন, ‘‘স্বপ্ন যখন দেখছি, তখন তাকে সংহত ও আরো সুষম করা প্রয়োজন। চাহিদা মোতাবেক উন্নতি হচ্ছে কি না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের মানুষের গড় আয়ু বাড়ছে। তাদের স্বাস্থ্যসম্মত আয়ু দরকার।’’

সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ‘হেলদি বাংলাদেশ’ এর তত্ত্বাবধানে জেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল এতে সভাপতিত্ব করেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, ‘‘মধ্যম আয়ের দেশের স্বপ্ন পূরণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনার রাখতে হবে। সারা বিশ্বে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন ব্যাধির জন্ম হচ্ছে। তাই নগরায়ন সুষম না হলে উন্নয়নের ফসল দৃশ্যমান হবে না। এতে করে উন্নতি হবে কিন্তু গতি থাকবে না। এমন উন্নতি চাই না।’’ 

তিনি বলেন, ‘‘পরিচ্ছন্নতা শুধু ডাক্তারদের বিষয় নয়। নগর সরকারকে এই কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন।’’

এতে বক্তব্য রাখেন ডা. মহসিন জিল্লুর করিম, ডা. রশিদ ই মাহবুব, হেলথ্ ফাইনান্স এন্ড গর্ভারনেন্স এর কান্ট্রি ডাইরেক্টর মোছলেনা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল প্রমুখ।

এর আগে নোয়াখালী পৌরসভা প্রাঙ্গণ থেকে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে গিয়ে শেষ হয়।



রাইজিংবিডি/নোয়াখালী/২ এপ্রিল ২০১৮/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়