ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিলার আঘাতে আহত স্কুলছাত্রীর মৃত্যু

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিলার আঘাতে আহত স্কুলছাত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় গত শুক্রবার শিলাবৃষ্টির সময় শিলার আঘাতে আহত স্কুলছাত্রী জুঁই খাতুন বৃষ্টি (১২) মারা গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। জুঁই খাতুন উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মল্লিকপাট গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

গত শুক্রবার বিকেলে শিলাবৃষ্টির সময় বাড়ির উঠানে শিল কুড়াতে গিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয় জুঁই। প্রথমে স্থানীয় এক চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর পর জুঁইয়ের ডান হাত-পা অবশ হয়ে গেলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর শনিবার বিকেলে জুঁইয়ের পরিবারের লোকজন চিকিৎসাধীন অবস্থায় তাকে বাড়ি ফিরিয়ে এনে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা শুরু করেন। সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুঁই খাতুনের মৃত্যু হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স. ম. বায়েজিদুল ইসলাম বলেন, শিলাঘাতে জুঁই খাতুনের মাথায় রক্ত জমাট বেঁধেছিল। কোনো অবস্থায় মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনা ঠিক হয়নি। তার আরও চিকিৎসার প্রয়োজন ছিল।



রাইজিংবিডি/পাবনা/২ এপ্রিল ২০১৮/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়