ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৭০ প্রেক্ষাগৃহে বাপ্পি-মাহি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭০ প্রেক্ষাগৃহে বাপ্পি-মাহি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রঙ’ খ্যাত এই জুটি বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এবার এ জুটির ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। শাহনেওয়াজ শানু পরিচালিত  এ সিনেমাটি আগামীকাল শুক্রবার মোট ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে পরিচালক শাহনেওয়াজ শানু রাইজিংবিডিকে বলেন, ‘আগামীকাল সারা দেশে মোট ৭০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। একটু তড়িগড়ি করেই মুক্তি দিচ্ছি। সিনেমাটির কাজ খুব যত্নসহকারে করেছি। আশা করছি, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন।’

এ প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, “পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটির গল্প ও মেকিং দারুণ হয়েছে। দর্শক সিনেমাটি দেখলে তা বুঝতে পারবেন।’’

সিনেমাটিতে বাপ্পি-মাহি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস।

নির্মাতা শাহনেওয়াজ শানুর পরিচালিত এটি দ্বিতীয় সিনেমা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘মাটির পিঞ্জিরা’ মুক্তি পায় ২০১২ সালে।



রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়