ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কথা বলতে গাছে উঠলেন মন্ত্রী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কথা বলতে গাছে উঠলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ডিজিটাল ভারতের অগ্রগতির নমুনা দেখতে গাছে উঠতে হয়েছে রাজস্থানের অর্থমন্ত্রী অর্জুন মেঘওয়ালকে। রোববার রাজ্যের ধুলিয়া গ্রামে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে।

ধুলিয়া থেকে কাছের যে শহরটি তার দূরত্ব ৮৫ কিলোমিটার। রোববার ওই গ্রামটি পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন স্থানীয় হাসপাতালে নার্সের সংকট রয়েছে। এ ব্যাপারে কথা বলতে স্বাস্থ্য কর্মকর্তার নম্বরে ফোন দেন মন্ত্রী অর্জুন। তবে মজার ব্যাপার হচ্ছে, এসময় মন্ত্রীর ফোনে কোনো নেটওয়ার্কই দেখাচ্ছিল না। এ সময় গ্রামবাসী জানান, গ্রামের যারা ফোন ব্যবহার করেন, তাদেরকে কথা বলার জন্য গাছের মাথায় উঠতে হয়। তাহলেই নেটওয়ার্ক পাওয়া যায়।

৬২ বছরের অর্জুন জানান, তিনি এভাবে কখনো গাছে ওঠেননি এবং তিনি এখন উঠতেও পারবেন না। পরে মন্ত্রীকে একটি মই এনে দেওয়া হয়। ওই মই গাছের সঙ্গে ঠেস দিয়ে উঠরে ওঠেন অর্জুন। এরপরেই তিনি ফোনে নেটওয়ার্ক পান এবং স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেন।

গ্রাম থেকে ফেরার সময় মন্ত্রী ওই গ্রামে একটি পানির প্লান্ট এবং ১৩ লাখ টাকা ব্যয়ে একটি মোবাইল ফোন টাওয়ার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়