ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাশিয়ার বিরোধী নেতা গ্রেপ্তার

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ার বিরোধী নেতা গ্রেপ্তার

নাভানলিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভানলিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে সোমবার এ তথ্য জানানো হয়।

অনুমতি না পেলেও সরকারবিরোধী এই বিক্ষোভ করতে দৃঢ় প্রতীজ্ঞ নাভানলিকে সোমবার তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা আগে দেশের মানুষকে রাস্তায় নামার আহ্বান তিনি।

নাভানলির স্ত্রী ইউলিয়া নাভানলি টুইটারে জানিয়েছেন, ‘আমাদের ফ্লাটের প্রবেশপথ থেকে নাভানলিকে গ্রেপ্তার করা হয়েছে।’ আরেক টুইটে তিনি বলেছেন, ‘তবে যাই হোক, আমাদের পরিকল্পনা পাল্টাচ্ছে না।’

সোমবার সকালে রাশিয়াজুড়ে দুর্নীতিবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান নাভানলি। রাজধানী মস্কোর বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

দেশের পূর্বাঞ্চলে দুর্নীতিবিরোধী বিক্ষোভ থেকে কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমালোচনার জোরালো কণ্ঠ তোলা নাভানলি প্রায়ই গ্রেপ্তার হয়ে থাকেন। পুতিনের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। তবে সরকারের দাবি, নাভানলির অভিযোগের ভিত্তি নেই।


 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়