ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

দুই দলের ক্রিকেটারদের সঙ্গে খালেদ মাসুদের সেলফি

ক্রীড়া প্রতিবেদক : শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২ রান। স্ট্রাইকিং প্রান্তে রাজন। রাজন পারবেন বাংলাদেশকে জয় এনে দিতে? রাজন পারলেন, শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে উপহার দিলেন রোমাঞ্চকর এক জয়।

ওয়ালটন হুইলচেয়ার ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল।

 



শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ২০ ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয় ভারত হুইলচেয়ার ক্রিকেট দল। সফরকারী দলটির হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন শহীদ।

বাংলাদেশের উজ্জ্বল ৪ ওভারে ২৮ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

লক্ষ্য তাড়ায় ১৫ রানেই দুই ওপেনার মিথুন ও উজ্জ্বলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৬১ রানে ফিরে যান মহসিনও। তবে চতুর্থ উইকেটে সাজ্জাত (৫৪) ও মহিদুলের (৪৮) ৮৭ রানের বড় জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

 



টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ১৫ রান নিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া রাজন ১১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন।

টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা বাংলাদেশের উজ্জ্বল ম্যাচসেরা এবং সিরিজসেরার পুরস্কার জিতেছেন।

আগের দিন প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। আর শনিবার শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল তারা।

 



ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে আয়োজিত হয়েছিল এই হুইলচেয়ার ক্রিকেট সিরিজ।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটনের সিনিয়র সহকারী পরিচালক মিলটন আহমেদ, আয়োজক প্রতিষ্ঠান ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্টের কো-ফাউন্ডার তামজিদুল ইসলাম। 



রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়