ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরপুরে জঙ্গি আস্তানায় ৩ লাশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে জঙ্গি আস্তানায় ৩ লাশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা থেকে তিনটি লাশ উদ্ধার করেছে র‌্যাব।

ছয়তলা বাড়ির পঞ্চমতলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। লাশগুলো দগ্ধ ছিল। তাৎক্ষণিকভাবে লাশগুলোর পরিচয় মেলেনি।

বুধবার সকালে ওই জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযান শুরু করেছে র‌্যাব। প্রথমে আস্তানার অবস্থা জানতে ড্রোন (চালকবিহীন বিমান) ভেতরে পাঠানো হয়। ঘটনাস্থলে র‌্যাবের রাসায়নিক দলও পৌঁছে। তবে এদিন কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

ফায়ারর সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন বলেন, ‘ভবনের ভেতরে তিনটি ইউনিট গেছে কোনো আগুন আছে কি না সেটি দেখতে। রাসায়নিক পদার্থ থেকেই মঙ্গলবার রাতের আগুনের সূত্রপাত।’

বুধবার সকাল পৌনে ৯টার দিকে অভিযান শুরু করে র‌্যাব। অভিযান পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য রয়েছে।

দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান রাইজিংবিডিকে বলেন, ‘তল্লাশি অভিযানের অংশ হিসেবে প্রধমে নিচতলা, এরপর দ্বিতীয় ও তৃতীয়তলায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। পরে চতুর্থ ও পঞ্চমতলায় অভিযান পরিচালনা করা হয়। পঞ্চমতলায় তিনটি লাশ পাওয়া গেছে।’

ভেতর থেকে যদি আবার আক্রমণ করা হয়, রাইজিংবিডির এমন প্রশ্নে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘ভেতরে বোমা ডিসপোজাল টিম গেছে। তারা সে ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিয়েই গেছে। আর এ বিষয়টি আগে থেকেই আমাদের মাথায় আছে।’

মঙ্গলবার রাতে মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে ঘিরে রাখা আস্তানায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওই বাসা থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করে র‌্যাব। থেমে থেমে চলে র‌্যাবের গুলি। আগুনে ভবনের একটি অংশ ধসে পড়ে। আর বোমায় ভেতর পাঁচজনই মারা যেতে পারে।’

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত ছয়তলা বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির জঙ্গি দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মিরপুরে র‌্যাবের এই অভিযান শুরু হয়।



রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়