ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফ্লাইওভারে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্লাইওভারে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর জিইসি এলাকায় আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা এক যুবক ফ্লাইওভারের ওপর থেকে নিচে রাস্তায় পড়ে যায়।

নিহত দুই যুবক হলেন- আহাদ (২৫) ও মুছা (২৪)। তারা দুইজনই নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। এরমধ্যে আহাদ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনির্ভাসিটির ছাত্র।

প্রতক্ষ্যদর্শী সাংস্কৃতিককর্মী সাহিদ জানান, দুপুর ২টার দিকে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে দিয়ে বহদ্দার হাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী লালখান বাজারের দিকে যাওয়ার সময় জিইসি এলাকায় বিপরীত দিক দিয়ে আসা শ্যামলী পরিবহনের বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে বসা একজন ছিটকে ফ্লাইওভারের নিচে পড়ে যায়। অপরজন মোটরসাইকেলসহ ফ্লাইওভারের উপর পড়ে।

‘পরে আমরা দুই জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তার আগেই তাদের মৃত্যু হয়।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ জানান, জিইসি এলাকায় ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।  

ঈদুল আজহার দুই দিন আগে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়