ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইমতিয়াজের দশম, রবির দ্বিতীয় সেঞ্চুরি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ১৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইমতিয়াজের দশম, রবির দ্বিতীয় সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেট বিভাগের ইমতিয়াজ হোসেন তান্না এবং খুলনা বিভাগের রবিউল ইসলাম রবি।

শুক্রবার লিগের পঞ্চম রাউন্ড মাঠে গড়িয়েছে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে খেলছে খুলনা বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিরুদ্ধে লড়ছে সিলেট বিভাগ।

 



চতুর্থ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন ইমতিয়াজ। সেই ফর্ম পঞ্চম রাউন্ডেও ধরে রেখেছেন সিলেটের অধিনায়ক। দ্যুতি ছড়িয়ে ১৬৫ বলে পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। শুরু দিকে রক্ষণাত্মক খেললেও উইকেটে সেট হয়ে দ্রুত রান তুলেন ডানহাতি এ ওপেনার। ১৪টি চারে তিন অঙ্কের দেখা পেয়েছেন ইমতিয়াজ। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি। ৪ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৬১ রান।

লিগের প্রথম রাউন্ডে ক্যারিয়ারের প্রথম প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন খুলনার ওপেনার রবিউল ইসলাম রবি। পরের রাউন্ডগুলোতে জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ছয় ইনিংসে রান করেছেন মাত্র ১০১। পঞ্চম রাউন্ডে নিজেকে ফিরে পেলেন রবিউল। বরিশালের বোলারদের কড়া শাসন করে তুলে নিয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি। ৮৯ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া রবিউল সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৮৪ বলে। ইনিংসটি সাজিয়েছেন ১৬ চারে। ২ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ১৯৫ রান।



রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়