ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গাজীপুরে দোকানি হত্যায় শহিদুলের মৃত্যুদণ্ড বহাল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে দোকানি হত্যায় শহিদুলের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুরের দোকানি শরিফুল ইসলামকে (২৪) হত্যার ঘটনায়  একমাত্র আসামি শহিদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামাল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল  নির্মল কুমার দাস।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুরের থানার কড্ডা কাঠালিয়া গ্রামের দোকানি শরিফুল ইসলামকে হত্যা করা হয়। ওই দোকানের কর্মচারী শহিদুল ইসলাম চাকু দিয়ে শরিফুলকে হত্যা করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন পরের দিন শহিদুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের দায়রা জজ আসামি শহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন আসামি শহিদুল ইসলাম ও আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার আদালত মৃত্যুদণ্ড বহাল রাখেন। আসামি শহিদুল ইসলাম কারাগারে আছেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়