ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।  মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুটি দোকান থেকে এ চাল জব্দ করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নাগবাড়ী ইউনিয়নের লংষ্করপুর বাজারে দুটি দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বাজারের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য লাবু মিয়া ও শাহজাহানের দোকান থেকে ১৪২ চাল জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকে দোকান মালিক পলাতক রয়েছে।

তিনি জানান এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় কালিহাতী উপজেলা খাদ্য কর্মকর্তা লতিফুর রহমান বাদী হয়ে দুই দোকানদারসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। চাল সরবারহের ডিলার ইয়াসিন আলীকে আসামি করা হয়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১১ সেপ্টেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়