ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিপিএলে আজ মুখোমুখি মুশফিক-ওয়ার্নার এবং মাহমুদউল্লাহ-মিরাজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলে আজ মুখোমুখি মুশফিক-ওয়ার্নার এবং মাহমুদউল্লাহ-মিরাজ

ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলে আজ দুটি ম্যাচ রয়েছে। লিগের সপ্তম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। আর বিকেল ৫টা ২০ মিনিটে অষ্টম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।

চারটি দলের মধ্যে একমাত্র চিটাগং ভাইকিংস জয়ের স্বাদ পেয়েছে। বাকিরা এখনো জয়ের বন্দরে নোঙর করতে পারেনি। খুলনা টাইটান্স দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে। অন্যদিকে সিলেট ও রাজশাহী নিজেদের প্রথম ম্যাচে হার মেনেছে। আজ তারা দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।

মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস প্রথম ম্যাচেই বাজিমাত করেছে। জায়ান্ট রংপুর রাইডার্সকে হারিয়ে শুভসূচনা করেছে। অন্যদিকে সিলেট সিক্সার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে নিজেদের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয়েছে। ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৭ রানেই থেমেছে ওয়ার্নার-সাব্বিরদের ইনিংস। আজ তারা চিটাগংয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে। অন্যদিকে চিটাগং ভাইকিংসও চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে।
 


খুলনা ও রাজশাহীর ম্যাচে আজ অবশ্য একদল জয়ের স্বাদ পেতে যাচ্ছে। খুলনা টাইটান্স প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই করে মাত্র ৮ রানে হারলেও পরের ম্যাচে মঙ্গলবার ধরাশায়ী হয়েছে। ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে! হারের বৃত্তে ঢুকে পরা খুলনা আজ জিততে চাইবে জান-প্রাণ দিয়ে। অন্যদিকে রাজশাহী কিংসও তাদের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি। ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ১০৬ রানে। তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আজ রাজশাহীও চাইবে ঘুরে দাঁড়াতে।

শেষ পর্যন্ত বিজয়ের হাসি মুখে নিয়ে কারা মাঠ ছাড়ে সেটা দেখতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়