ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইনজুরিতে সাইফউদ্দিন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইনজুরিতে সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক : দারুণ ফর্মে থাকা আবাহনী লিমিটেডের অলরাউন্ডার সাইফউদ্দিন ইনজুরিতে পড়েছেন।

পিঠের ইনজুরির কারণে সোমবার আবাহনীর হয়ে চতুর্থ রাউন্ডের ম্যাচে মাঠে নামতে পারেননি ডানহাতি পেস অলরাউন্ডার। অবশ্য পিঠের ব্যথা গতকাল থেকেই অনুভব করছিলেন সাইফউদ্দিন। ব্যাটিং অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন।

সাইফউদ্দিনকে ছাড়া অবশ্য আজ জিততে সমস্যা হয়নি আবাহনী লিমিটেডের। শাইনপুকুরের বিপক্ষে ফতুল্লায় আবাহনী জিতেছে ৫ উইকেটে। ঢাকা লিগে দারুণ ফর্মে সাইফউদ্দিন। বল হাতে তিন ম্যাচে পেয়েছেন ১টি করে উইকেট। ব্যাটিংয়ে দুটিতে রান ৫৯* ও ৫৫। আরেক ম্যাচে করেন ৪ রান।

সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তার পিঠে হাল্কা মোচড় এসেছে। ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা অনুভব করেছে। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা করণীয় ঠিক করব।’

আবাহনী লিমিটেড তাকে ফেরাতে কোনো তাড়াহুড়া করবে না। জানিয়েছেন কোচ খালেদ মাহমুদ সুজন, ‘ও তো জাতীয় দলের খেলোয়াড়। এখানে না খেললেও কোনো সমস্যা নেই। সামনে বিশ্বকাপও আছে। আমাদের পক্ষ থেকে কোনো তাড়াহুড়া নেই। সুস্থ হয়ে ফিরলে ওকে দলে রাখা হবে।’

সচরাচর এ ধরণের ইনজুরিতে সপ্তাহখানে বিশ্রাম দেওয়া হয় খেলোয়াড়দের। সাইফউদ্দিনও সপ্তাহখানে বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়