ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোববারই শিরোপা নিষ্পত্তি?

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোববারই শিরোপা নিষ্পত্তি?

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হতে পারে রোববার। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ সুপার লিগের চতুর্থ রাউন্ডে আবাহনী লিমিটেডকে হারালে শিরোপা পেয়ে যাবে। তবে আবাহনী জিতলে শিরোপা নির্ধারণ হবে ২৩ এপ্রিল শেষ রাউন্ডে।

গতবার লিগের শিরোপা জিতেছিল আবাহনী। রানার্সআপ হয়েছিল রূপগঞ্জ। এবার রূপগঞ্জ প্রথমবারের মতো লিগ শিরোপা পায় কি না, সেটাই দেখার।

আবাহনীকে তারা থামাতে পারলে অনেক বড় পাওয়া হবে রূপগঞ্জের। রূপগঞ্জ লিগের প্রথম পর্বে একটি এবং সুপার লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে এখন পর্যন্ত। অন্যদিকে আবাহনী প্রথম পর্বে হেরেছিল তিনটি।

১৪ ম্যাচে ১২ জয় নিয়ে রূপগঞ্জের পয়েন্ট ২৪। অন্যদিকে আবাহনীর ১৪ ম্যাচে ১১ জয় নিয়ে পয়েন্ট ২২। রোববার আবাহনী জিতে গেলে অবশ্য অপেক্ষা করতে হবে ২৩ এপ্রিল পর্যন্ত। শেষ রাউন্ডে রূপগঞ্জ ও আবাহনীর দুই দলই জিতে গেলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়েও দুই দল তখন সমান হবে। ওই সময়ে রান রেটের হিসাব আসবে।

আপাতদৃষ্টিতে লিগে সবচেয়ে ধারাবাহিক দল রূপগঞ্জ। লিগের শুরুতে তাদের কেউ থামাতেই পারছিল না। লিগের প্রথম দুই ম্যাচে জয়ের পর প্রাইম ব্যাংকের কাছে হারে তারা। এরপর টানা নয় জয় নিয়ে শিরোপার কাছাকাছি যাচ্ছিল আফতাব আহমেদের শিষ্যরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ওঠে সুপার লিগে। এরপর সুপার লিগের প্রথম রাউন্ডে জয়ের পর দ্বিতীয় রাউন্ডে তাদের থামায় ইলিয়াস সানীদের শেখ জামাল। তৃতীয় রাউন্ডে আবার জয়ে ফিরে আফতাব আহমেদের শিষ্যরা।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করছে রূপগঞ্জ। বোলিংয়ে তাদের বাড়তি পাওয়া পেসার তাসকিন আহমেদের সার্ভিস। সবশেষ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার।  এ ছাড়া পেসার মোহাম্মদ শহীদ, স্পিনার নাবিল সামাদ পারফর্ম করছেন নিয়মিত।

ব্যাটিংয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন শাহরিয়ার নাফিস। ব্যাটিংয়ে মেহেদী মারুফ, নাঈম শেখ, মুমিনুল হক, নাঈম ইসলাম পারফর্ম করছেন। সবার সম্মিলিত পারফরম্যান্সে রূপগঞ্জ দারুণ পারফর্ম করছে পুরো লিগজুড়ে।

অন্যদিকে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল আবাহনী। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটাররাই খেলছেন এই দলে। মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান ‍মিরাজ রয়েছেন দলটিতে।

তাদের মধ্যে শুধুমাত্র সৌম্যর পারফরম্যান্সই নিষ্প্রভ। বাকি সবাই পারফর্ম করছেন। পেসার সাইফউদ্দিন শেষ ৩ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। সাব্বির তিনে প্রমোশন পেয়ে রান করছেন। মিরাজ অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন। মাশরাফি বরাবরের মতোই কার্যকরী।

বিকেএসপিতে রোববার ব্যাট-বলে উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, তা বলার অপেক্ষা রাখে না। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে হতে পারে শিরোপা নিষ্পত্তি। এক ম্যাচ  বাকি থাকতেই কি শিরোপা পেয়ে যাবে রূপগঞ্জ? নাকি আবাহনী ম্যাচ জিতে ২৩ এপ্রিল শিরোপা উৎসব করবে? জানা যাবে রোববারই।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/ইয়াসিন/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়