ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বাগতম ওবায়দুল কাদের

মহিবুল ইজদানী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২৪ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাগতম ওবায়দুল কাদের

মহিবুল ইজদানী খান ডাবলু, স্টকহোল্ম : আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়  আপনাকে স্বাগতমl

 

এখন অনেকেই নানা আবদার নিয়ে ছুটে আসবে আপনার কাছেl আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক দলে রয়েছে নানা মতামতের মানুষl মনে রাখবেন আপনার চলার এই পথ অত্যন্ত পিচ্ছিলl সামনে চলতে গিয়ে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেl

 

সৈয়দ আশরাফ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ও কাছের মানুষ হিসেবে দলের দুর্দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেনl তবুও তৃণমূলের নেতা-কর্মীদের আকাঙ্ক্ষা তিনি সঠিকভাবে পূরণ করতে পারেননিl যে কোনো কারণেই হোক দলকে সুসংগঠিত করতে তিনি ব্যার্থ হয়েছেন বলে অনেকে অভিযোগ করে থাকেনl যার কারণেই দলীয় সভানেত্রী অনেক ভেবে-চিন্তে আপনার ওপর এক বিরাট দায়িত্ব দিয়েছেনl বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দলকে চাঙ্গা করে তোলা এখন আপনার সবচেয়ে বড় দায়িত্বl

 

জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য আপনার ওপর দায়িত্ব দেওয়া হয়েছেl আমার দৃঢ় বিশ্বাস আপনি বঙ্গবন্ধু কন্যার এই আশা পূরণ করতে সমর্থ হবেনl

 

স্বাধীনতার পর পর ছাত্রলীগের দপ্তর সম্পাদক থেকে শুরু করে এক দীর্ঘ রাজনৈতিক পথ আপনি অতিক্রম করে এসেছেনl জেল-জুলুম সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে দলের পক্ষ হয়ে করেছেন সংগ্রামl পঁচাত্তরের ১৫ আগস্টের পরবর্তীতে ঢাকায় গড়ে তোলা ছাত্রলীগের গোপনীয় আন্দোলনে আপনি ছিলেন সক্রিয়l সারা বাংলাদেশে ছড়িয়ে আছে আপনার বিশ্বস্ত নেতা-কর্মীl এরা অনেকেই একসময় আপনার সঙ্গে করেছে ছাত্রলীগ, করেছে আওয়ামী লীগ, করেছে সংগ্রামl কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, রাজনীতির এই দাবা খেলায় এদের অনেকেই নানা কারণে ছিটকে পড়েছেনl বিষয়টি আপনি অবগত আছেন বলেই আমার ধারণাl জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পরীক্ষিত এসব নেতা-কর্মীকে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমতিতে দলে ফিরিয়ে আনুনl

 

জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০১৯ নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য আপনার ওপর দায়িত্ব দেওয়া হয়েছেl আমার দৃঢ় বিশ্বাস, আপনি বঙ্গবন্ধু কন্যার এই আশা পূরণ করতে সক্ষম হবেনl নুতন আর পুরাতনের মধ্যে সেতুবন্ধ তৈরি করে আওয়ামী লীগকে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে এখন আপনার কাজl তৃণমূলের নেতা-কর্মীরা আপনার দিকে চেয়ে আছেl বিলম্ব না করে তাদের ডাকে সাড়া দিনl দুঃসময়ে ছাত্রলীগকে যখন সফল নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন, আজ এই সুসময়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া নিশ্চয়ই কঠিন হওয়ার কথা নয়l

 

সততা, আন্তরিকতা ও ভালোবাসাই হতে হবে এখন আপনার চলার পথের পাথেয়l

 

একদিকে মন্ত্রী অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- এ দুটোকেই সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া সহজ নয়l কারণ রীতিমতো মন্ত্রণালয়ের কাজ-কর্মে সময় দেওয়ার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মতৎপরতা তদারকি করা অবশ্যই কঠিন ব্যাপারl বঙ্গবন্ধু কন্যার দেওয়া এই পরীক্ষার ফলাফলে ইতিবাচক প্রভাব আনতে হলে শুরুতেই মিডিয়ায় কথা বলার ক্ষেত্রে আনতে হবে পরিবর্তনl

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর আর সরকারের মন্ত্রী যে এক কথা নয়, তা আপনি ভালো করেই জানেন এবং বোঝেনl সুতরাং বিষয়টির প্রতি লক্ষ্য রেখে এগিয়ে গেলে জননেত্রী শেখ হাসিনার দেওয়া এই বিরাট দায়িত্ব পালনে আপনি সফল হতে পারবেন আশা করিl কারণ আপনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের এক পরীক্ষিত সৈনিকl আওয়ামী লীগের আদর্শ আপনার রক্তে মাংসে প্রবাহিতl দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই বিশ্বাসের ওপর ভর করেই আজ আপনার ওপর দিয়েছেন এই বিরাট দায়িত্বl আমার বিশ্বাস আপনি সফল হবেনl

 

লেখক : ইলেক্টেড কাউন্টি কাউন্সিলার, স্টকহোল্ম কাউন্টি কাউন্সিল ও ইলেক্টেড প্রেসিডেন্ট, সুইডিশ লেফট পার্টি, স্টকহোল্ম, হেসেলবি ভেলেংবি ব্রাঞ্চ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৬/মহিবুল ইজদানী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়