ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দর বৃদ্ধির শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এদিন ফান্ডটির ইউনিট দর ৪.৭০ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে অবস্থান করছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ লাখ ৭ হাজার ২৫৬টি ইউনিট ২৫ বার লেনদেন হয়। সারাদিন ফান্ডটির ইউনিট দর ৮.৩০ টাকা থেকে ৯ টাকায় ওঠানামা করে সর্বশেষ ৮.৫০ টাকায় লেনদেন হয়। গতকাল ফান্ডটির ইউনিট দর ক্লোজিং হয় ৮.৫০ টাকা, যা আজ ক্লোজিং হয় ৮.৯০ টাকায়। সে হিসেবে ফান্ডটির ইউনিট দর ০.৪০ টাকা বা ৪.৭০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে আজ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৫২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.২৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৪.০৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩.৪৮ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৩.৩৬ শতাংশ, এসইএমএল আইবিবিএল স্কিম ফান্ডের ৩.২৯ শতাংশ এবং পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/আশিক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়