ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সরকারি মহিলা কলেজের একাডেমি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠেছে। এই সংবাদ বুধবার সন্ধ্যায় সংবাদকর্মীরা জানতে পেরে খোঁজ নেওয়া শুরু করলে ঠিকাদার প্রতিষ্ঠান দ্রুত বাঁশ ফেলে দিয়ে রড ব্যবহার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান সরকারি মহিলা কলেজের একাডেমি ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগ ওঠে। এ কাজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ টাকা।

নির্মাণ কাজের রাজমিস্ত্রী আলী হোসেন বলেন, ‘ঠিকাদার জানেন না, আমরা শ্রমিকরা ড্রপ ওয়ালে রডের পাশাপাশি মাত্র দুটি কঞ্চি ব্যবহার করেছি।’

বান্দরবানের কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজটি করা হচ্ছে তা জানাতে অপারগতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সাব-ঠিকাদার মো. আঞ্জু মিয়া বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না আমি।  কাজের মূল ঠিকাদার উজ্জ্বল কান্তি দাশ ও তাপস কান্তি দাশ, তারাই কলেজ ভবনের নির্মাণ কাজ করছেন।’ 

দীর্ঘদিন ধরে চলা নির্মাণ কাজের পিলার, ছাদসহ বিভিন্ন অংশে রড ব্যবহার করা হলেও ঠিকাদার জেলার বাইরে অবস্থান করায় শ্রমিকরা ভবনের তৃতীয় তলার ড্রপ ওয়ালে রডের পরিবর্তে কঞ্চি ব্যবহার করেন।

ঠিকাদার উজ্জ্বল কান্তি দাশ বলেন, ‘বাঁশ ব্যবহারের বিষয়টি আমার জানা ছিল না। আমি সাংবাদিকদের কাছ থেকে জানার পর শ্রমিকদের রড ব্যবহারের জন্য বলেছি।’

পার্বত্য উন্নয়ন বোর্ডের বান্দরবান অফিসের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পরপরই নির্মাণ কাজ  বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে।



রাইজিংবিডি/বান্দরবান/২০ জুলাই ২০১৭/এস বাসু দাশ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়