ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬২ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬২ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নভেম্বর মাসে ৬২ কোটি ৪৪ লাখ টাকার মাদক দ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে।

সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৩ হাজার ৭৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৪৫৭ বোতল বিদেশি মদ, ২৮৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৪৫০ কেজি গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্য, ১৩ হাজার ৫ পিস শাড়ি, ২ হাজার ৩৬৬টি থ্রি পিস-শার্ট পিস, ৮ হাজার ৬৫৮ মিটার থান কাপড়সহ অন্যান্য পোশাক, ১৮টি পিস্তল, দুটি বন্দুক, ৬০ রাউন্ড গুলি এবং ১২টি ম্যাগাজিন জব্দ করা হয়।

মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানিতে জড়িত থাকার অভিযোগে ১৪৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২২ বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বিজিবি ১ হাজার ১৬২ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ১৯৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য জব্দ করেছে।




রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়