ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ২৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার

ক্রীড়া ডেস্ক: ইতিহাস তৈরি করে দক্ষিণ কোরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠেছিলেন হিউন চুং। তবে সেমিফাইনালের মঞ্চে আর কোনো চমক দেখাতে পারলেন না ২১ বছর বয়সি এ তরুণ টেনিস তারকা। ফাইনালে উঠার লড়াইয়ে হিউন চুংকে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের চূড়ান্ত পর্বে পা রেখেছেন রজার ফেদেরার।

সেমিফাইনালের প্রথম সেটে ৬-১ গেমে জয় পায় ফেদেরার। দ্বিতীয় সেটেও ৫-২ গেমে এগিয়ে ছিলেন সুই এই তারকা। এরপর পায়ের সমস্যার কারণে সুইস কিংবদন্তি ফেদেরারের সঙ্গে কূলিয়ে উঠতে পারেননি হিউন চুং। শেষপর্যন্ত সেমিফাইনালের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন দক্ষিণ কোরিয়ার এ টেনিস তারকা। এর আগে নোভাক জকোভিচকে হারিয়ে শেষ চারে উঠেছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫৮তম বাছাইয়ের কোরিয়ান এ তারকা।

আগামীকাল শিরোপার লড়াইয়ে ফেদেরারের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। এ শিরোপা জিতলেই সর্বোচ্চ ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীর তালিকায় নোভাক জকোভিচ ও রয় এমারসনকে ছুঁয়ে ফেলবেন রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৮/শামীম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়